চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

প্রথমবার একসঙ্গে রণবীর-শ্রদ্ধা, নজর কাড়লো রসায়ন

প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন অভিনেতা রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর। বলিউড পাচ্ছে নতুন একটি জুটিকে। প্রকাশ পেয়েছে এই জুটির ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কর’-এর ট্রেলার।

ট্রেলারে রণবীর-শ্রদ্ধার রসায়ন দেখে মুগ্ধ দর্শকরা। অনেকদিন পর রোম-কম সিনেমায় রণবীরকে পেয়ে ভক্তদের উচ্ছ্বাসের বাধ যেন ভেঙে পড়ছে।

Bkash July

ট্রেলারে রণবীর-শ্রদ্ধার পোশাকও ছিল চোখে পড়ার মতো। দুইজনেই ঝলমলে রঙিন পোশাকে দেখা গেছে। শ্রদ্ধাকে দেখা গেছে বিকিনিতে।

নজর কেড়েছে রণবীরের সংলাপও। লাভ রঞ্জনের সিনেমার বৈশিষ্ট্যই মজার সংলাপ। এবারের ছবিতেও যে তার কমতি হবে না তা ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে।

Reneta June

প্রেমে পড়া কত সহজ কিন্তু প্রেম ভেঙে সম্পর্ক থেকে বের হওয়া কতটা কঠিন তা নিয়েই তৈরি হয়েছে এই সিনেমা।

ট্রেলারটি সামাজিক মাধ্যমে শেয়ার করছেন ভক্তরা। অনেকেই মনে করছেন সিনেমাটি সুপারহিট হবে।

শ্রদ্ধাকে সর্বশেষ দেখা গেছে ‘বাঘি থ্রি’ ছবিতে। রণবীর কাপুরকে সর্বশেষ দেখা গেছে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে।

সূত্র: পিঙ্কভিলা 

Labaid
BSH
Bellow Post-Green View