চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

অবশেষে ক্ষমা চাইলেন ট্রুডো

KSRM

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসীদের হয়ে লড়া ইউক্রেনের একজন সেনার প্রশংসা করেছিলেন বর্তমান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

ডয়েচ ভেলে জানিয়েছে, গতকাল ২৭ সেপ্টেম্বর বুধবার এই কাজের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো। তিনি বলেছেন, তার ভুল হয়ে গেছে এবং এই ঘটনার জন্য তিনি খুবই বিব্রত বোধ করছেন।

Bkash

হাউস অফ কমন্সে ট্রুডো ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সামনেই এই প্রশংসা করেছিলেন। ট্রুডো জানিয়েছেন, তিনি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কিয়েভ ও জেলনস্কির সঙ্গে যোগাযোগ করেছেন ও ক্ষমা চেয়েছেন।

গত শুক্রবার কানাডার হাউস অফ কমন্সের স্পিকার অ্যান্থনি রোটা সাবেক নাৎসি সেনাকে ‘হিরো’ বলে সম্বোধন করেছিলেন। গত মঙ্গলবার পদত্যাগ করেছেন ওই স্পিকার। তিনি বলেছেন, যা হয়েছে, তার জন্য তিনি একাই দায়ী।

Reneta June

রোটা যার প্রশংসা করেছিলেন, তার নাম ইয়োস্লাভ হুনকা। তার বয়স ৯৮ বছর। তিনি পোল্যান্ডে জন্মগ্রহণ করা ইউক্রেনের মানুষ। হিটলারের এসএস বাহিনীতে তিনি ছিলেন। পরে তিনি কানাডায় চলে আসেন।

এই ঘটনার পর রাশিয়া জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের অন্যতম কারণ হলো, সেই দেশকে নাৎসিদের কবল থেকে মুক্ত করা। কিন্তু ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো তা মানতে চায় না।

রাশিয়ার এমন জবাবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, এই সব কথা বলে রশিয়া কখনই তাদের এই আগ্রাসনকে সঠিক বলে প্রমাণ করতে পারবে না।

বিজ্ঞাপন

ট্রুডো বলেন, পার্লামেন্টে সকলের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। গত শুক্রবার প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউক্রেনের প্রতিনিধিদলের সামনে যা হয়েছে, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View