চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৫ নির্মাণ শ্রমিকের

আসাদুজ্জামান বাবুল: রেল ক্রসিংয়ে গেটম্যান না থাকায় গোপালগঞ্জের কাশিয়ানীর মহেশপুর ইউনিয়নের কাগদি রেল ক্রসিংয়ে টুঙ্গিপাড়াগামী ট্রেনের ধাক্কায় নির্মাণকাজে ব্যবহত একটি নছিমন গাড়ীতে থাকা শ্রমিকদের মধ্যে ৫ জন ঘটনাস্থলে নিহত ও কমপক্ষে ৫ জন আহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসক।

জানা যায়, গোপালগঞ্জ জেলা শহর থেকে ৩০/৩৫ কিলোমিটার পশ্চিমে কাশিয়ানী থেকে কাজ শেষ করে বৃহস্পতিবার রাতে নির্মাণকাজে ব্যবহৃত লাইটবিহিন নছিমন গাড়ীতে করে নিজ বাড়ী গোপালগঞ্জের দিকে ফিরছিলেন বেশ কয়েকজন শ্রমিক। তাদের গাড়ীটি কাশিয়ানীর মহেশপুর ইউনিয়নের কাগদি রেল ক্রসিংয়ে পৌঁছালে রাজশাহী থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামে ট্রেনটির সাথে ধাক্কা লাগে। এতে গাড়ীটি রেললাইনের পাশে উল্টে পড়ে গিয়ে ঘটনাস্থলে ৫ জন শ্রমিক নিহত হন। এসময় আহত হন কমপক্ষে আরও ৫জন।

নিহতরা হলেন: সুজন মৃধা (৩৫), অমৃত বিশ্বাস (৩০), পরিতোশ দাস (৩৫), হিরামন বিশ্বাস (৪৫), রেজ্জাক সিকদার (৪০)।

এলাকাবাসী বলছেন, ঘটনাস্থল কাগদি রেল ক্রসিংয়ে কোন গেটম্যান না থাকার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এর আগে এমন ঘটনা ঘটার পরেও রেল কর্তৃপক্ষ এখানে কোন জনবল নিয়োগ দেয়নি।

তবে, রেল কর্তৃপক্ষ ঘটনাস্থল কাগদি রেলক্রসিংয়ের পাশে বড় একটি সাইনবোর্ড টাঙ্গিয়ে দিয়ে লিখেছে, এই গেইটে কোন গেটম্যান নাই। নিজ দায়িত্বে রেলক্রসিং পারাপার হবেন। এখানে কোন ধরনের দুর্ঘটনা ঘটলে রেল কর্তৃপক্ষ দায়ী নয়।