
যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে টর্নেডোর তাণ্ডবে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ৫০ জনেরও বেশি মানুষ। টর্নেডোর আঘাতে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে সাড়ে চার লাখের বেশি ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান।
আরকানসাসসহ কমপক্ষে ৭টি অঙ্গরাজ্যে শুক্রবার থেকে ৫০টিরও বেশি টর্নেডোর আঘাত। টর্নেডোয় টেনেসি, আরকানসাস, ইন্ডিয়ানা, অ্যালাবামা, ইলিনয় এবং মিসিসিপিতে হতাহতের ঘটনা ঘটেছে। অনেক এলাকায় বড় বড় গাছ ঘরবাড়ির ওপর ভেঙে পড়ায় হতাহত বেড়েছে। আরকানসাস এবং মিসৌরি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
শক্তিশালী টর্নেডোর আঘাতে ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। আশ্রয়হীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। নেই বিদ্যুৎ সংযোগও।
এর আগে আরকানসাসসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে একদিনে ৪৩টি টর্নেডোর প্রতিবেদন দিয়েছিল যুক্তরাষ্ট্রের স্টর্ম প্রিভেনশন সেন্টার। আর যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ২ কোটি ৮ লাখ মানুষকে টর্নেডোর উচ্চ ঝুঁকির জন্য সতর্ক করে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর।

সাউথ-ইস্ট ইন্ডিয়ানা, নর্থ কেন্টাকি এবং ওহাইওর পশ্চিমাঞ্চলে ঝড় আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।