চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আজ শেষ জিজ্ঞাসাবাদের মুখোমুখি রাহুল গান্ধী

পঞ্চম দিনের মতো আজ ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন দেশটির কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

এনডিটিভি জানায়, অর্থ পাচারের একটি মামলায় তাকে ৪০ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ তার জিজ্ঞাসাবাদ শেষ হবে বলে জানিয়েছে একটি সূত্র।

একদিনের বিরতির পরে গতকাল পুনরায় তার জিজ্ঞাসাবাদ শুরু হয়। বিরতিকালে তাকে হাসপাতালে ভর্তি তার মা, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করার অনুমতি দেয়া হয়। গতকাল জিজ্ঞাসাবাদের পর মধ্যরাতে ইডি অফিস থেকে বেরিয়ে যান তিনি।

সোনিয়া গান্ধীকেও ইডি তলব করেছে। তবে তার অসুস্থতার পরিপ্রেক্ষিতে সংস্থার সামনে হাজির হওয়ার জন্য তাকে ২৩ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং অন্যদের বিরুদ্ধে ‘ন্যাশনাল হ্যারল্ড’র তহবিলের অপব্যবহার করার ষড়যন্ত্রের অভিযোগ করেন।