চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

রাজধানীর যেসব এলাকায় বৃহস্পতিবার গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানীর বেশকিছু এলাকায় বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৬ সেপ্টেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

Bkash

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনারগাঁও-জনপদ রেলক্রসিং এলাকায় গ্যাসের পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীর উত্তর খান, দক্ষিণ খান, উত্তরা ৬ নম্বর সেক্টার ও উত্তরা ৮ নম্বর সেক্টরের সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, উত্তরা ২ নম্বর ও ৪ নম্বর সেক্টরে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View