‘রমজানের ইফতারে খেজুরের সংকট হবে না’
রমজানে ইফতারের অন্যতম আইটেম খেজুর নিয়ে কোন সংকট হবে না, আশ্বস্ত করলেন ফল আমদানিকারক সংগঠনের নেতারা। পাইকারি আড়তগুলোতেও দেখা গেছে মাল্টার দাম কমেছে, সবুজ আংগুরের দামও খানিকটা কম। মার্চের শেষ নাগাদ আপেলের দামও কমবে বলে আশাবাদী আমদানিকারকরা। তবে খুচরা বাজার কিংবা ভোক্তার কাছে কতোটা সাশ্রয়ী দামে পণ্য পৌঁছানো যাবে তা নির্ভর করবে সরকারের নজরদারির ওপর।