ঢাকা মহানগর ও আশপাশের এলাকায় আজ মঙ্গলবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও দক্ষিণ/ দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার ১৬ আগস্ট আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য দেওয়া হয়। দিনের তাপমাত্রা অপরিবর্তীত থাকতে পারে পূর্বাভাসে বলা হয়।
এতে বলা হয়, আজ সকাল ৬টায় তাপমাত্রা ২৮.৩° সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আর বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।
গতকালের সর্ব্বোচ্চ তাপমাত্রা ৩৪.৪° সেলসিয়াস রেকর্ড করা হয়। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭° সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৪ মিলি মিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

আজকের সূর্যাস্ত ৬টা ৩১ মিনিট। আর আগামীকালের সূর্যোদয় ৫টা ৩৪ মিনিট।
বিজ্ঞাপন