উন্নয়নশীল দেশে উন্নীত হলেও বাংলাদেশকে বাণিজ্য সুবিধা দেবে যুক্তরাজ্য
স্বল্পোন্নত দেশে থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হলেও বাংলাদেশের জন্য বাণিজ্য সুবিধা অব্যাহত রাখবে যুক্তরাজ্য, জানিয়েছেন ঢাকায় দেশটির হাইকমিশনার রবার্ট ডিকসন। চ্যানেল আইকে দেয়া এক বিশেষ সাক্ষাতকারে দু’দেশের দীর্ঘমেয়াদি সম্পর্ক ভবিষ্যতে আরো শক্তিশালী করার ওপর জোর দেন তিনি। বলেছেন, দেশের কৃষিখাতের উন্নয়নে অসামান্য অবদান রেখে চলেছেন কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। নাজিব বেগের রিপোর্ট।