প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হচ্ছেন বেকাররা

ঝিনাইদহ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হচ্ছেন বেকার যুবকরা। প্রতিষ্ঠানটিতে নতুন সংযোজন হয়েছে জেল খানার কয়েদি ও বেদে পল্লীর বাসিন্দাদের প্রশিক্ষণ। কর্মকর্তারা বলছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ বেকার যুব সমাজকে দক্ষ হিসেবে গড়ে তোলার মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখাই তাদের লক্ষ্য।