চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চা বাগানগুলোতে নবম দিনের মতো চলছে কর্মবিরতি

এম এ সালাম: মৌলভীবাজারে মজুরি বৃদ্ধির দাবিতে সকাল থেকে চা বাগানগুলোতে নবম দিনের মত কর্মবিরতি শুরু চলছে।

এদিকে গতকাল মঙ্গলবার দিনভর শ্রীমঙ্গলের শ্রম অধিদপ্তরের কার্যালয়ে শ্রমিকদের সাথে বৈঠকে বসেছিলেন শ্রম অধিদপ্তরের মহা পরিচালক খালেদ মামুন।

কিন্তু সেখানে শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে কোন সিদ্ধান্ত না হওয়ায় অমীমাংসা থেকে যায় বৈঠক।

ফলে আজ বুধবার বিকেল ৪টায় ঢাকাস্থ শ্রম অধিদপ্তরের কার্যালয়ে জরুরি ভিত্তিতে শ্রমিক ও মালিক পক্ষের সাথে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে মৌলভীবাজার থেকে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা ঢাকায় পৌছেছেন বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।

এদিকে জেলার সবকটি চা বাগানে যথারীতি নবম দিনের মতো কর্মবিরতি চলছে। চা বাগানের পাতা তোলার কাজ ও কারখানার বন্ধ রয়েছে। বাগানের ভেতরে অবস্থান ধর্মঘট, মিছিল ও দাবী দাওয়া তুলে ধরছেন শ্রমিক নেতারা।