মেয়র তাপসের বক্তব্য প্রধান বিচারপতির নজরে
একজন প্রধান বিচারপতিকে নামিয়ে দিয়েছিলেন বলে যে মন্তব্য করেছিলেন ঢাকা দক্ষিণ সিটি’র মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, তা প্রধান বিচারপতির নজরে এনেছেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আমির উল ইসলাম। ওই বক্তব্যে সিনিয়র আইনজীবীদের হেয় করা হয় বলে উল্লেখ করেন তিনি। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, পত্রিকায় আসা সংবাদটি ভালোভাবে পড়ে সিদ্ধান্ত জানানো হবে।