চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মুক্তি পাচ্ছে ইরফান খানের শেষ সিনেমা

দেখতে দেখতেই পার হয়ে যাচ্ছে তিন বছর। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ২০২০ সালের ২৯ এপ্রিল প্রয়াত হন বলিউডের জনপ্রিয় ভার্সেটাইল অভিনেতা ইরফান খান। এবার জানা গেল, তার মৃত্যুবার্ষিকীর ঠিক এক দিন আগে (২৮ এপ্রিল) মুক্তি পেতে যাচ্ছে অভিনেতার শেষ হিন্দি ছবি ‘দ্য সং অফ স্করপিয়নস’।

বুধবার (১৯ এপ্রিল) এই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। ট্রেলারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে প্রয়াত অভিনেতার পুত্র বাবিল খান লিখেছেন, ‘‘ভালবাসা, পাগলামো এবং বিশ্বাসঘাতকতার এক হৃদয়বিদারক আখ্যানকে আপনাদের সামনে নিয়ে আসছি।’’

২০১৭ সালে শুটিং হয়েছিল ছবিটির। সে বছরেই ছবিটির প্রিমিয়ার হয়েছিল সুইজারল্যান্ডের লোকার্নো চলচ্চিত্র উৎসবে। মূলত এক আদিবাসী মহিলার জীবনকে কেন্দ্র করে ছবির গল্প আবর্তিত হয়েছে।

অনুপ সিং পরিচালিত এই ছবিতে ইরফান ছাড়াও রয়েছেন তিলোত্তমা সোম এবং ইরানের অভিনেত্রী গোলশিফতে ফারাহানি। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমান এবং শশাঙ্ক অরোরা।

এর আগে অনুপের ‘কিস্‌সা’ ছবিতেও ছিলেন ইরফান এবং তিলোত্তমা। ‘দ্য সং অফ স্করপিয়নস’-এর মুক্তির খবরকে স্বাগত জানিয়েছেন ইরফান অনুরাগীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ লিখেছেন, তারা প্রথম দিনের প্রথম শোয়ে ছবিটা দেখবেন। আবার কারও  মতে, প্রয়াত অভিনেতার প্রতি এটা যথার্থ শ্রদ্ধার্ঘ্য।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস