গৃহহীনদের ৩৯ হাজার ৩৬৫টি ঘর দেবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় গৃহহীনদের মাঝে চতুর্থ পর্যায়ে সারাদেশে ৩৯ হাজার ৩শ৬৫টি ঘর হস্তান্তর করা হবে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের তিনটি উপজেলায় অনলাইনে যুক্ত হয়ে এসব ঘর ও জমি হস্তান্তর করবেন। গাজীপুরসহ দেশের সাত জেলা এবং ১শ ৫৯টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।