চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পৃথিবীর সবচেয়ে বড় কলার সন্ধান, ওজন প্রায় ৩ কেজি

সুস্বাদু ও পুষ্টিকর ফলের তালিকায় কলা অন্যতম। কলার গুণাগুণ অনেক। কলা খাওয়ার অনেক উপায় আছে। কেক, মাফিন, আইসক্রিম, প্যানকেক বা স্মুদি আকারে হোক না কেন, আমরা সবাই কলা খেতে পছন্দ করি। এই ফলটি পটাসিয়াম সমৃদ্ধ এবং হজমের জন্য অত্যন্ত কার্যকর, তাই প্রতিদিনের খাদ্যতালিকায় কলা রাখা যেতে পারে।

তবে সম্প্রতি এই কলা নেট দুনিয়ায় রীতিমত ঝড় তুলেছে। টুইটারে ভাইরাল হচ্ছে একটি ভিডিও। ভিডিওটির ক্যাপশনে লেখা, “ইন্দোনেশিয়ার কাছে পাপুয়া নিউ গিনি দ্বীপপুঞ্জে সবচেয়ে বড় আকারের কলার সন্ধান।”

ইন্দোনেশিয়ার এই কলাগাছটি উচ্চতা একটি সাধারণ নারকেল গাছের সমান। শুধু তাই নয় গাছটির প্রতিটি কলার ওজন প্রায় ৩ কেজি। এই ৩ কেজির কলার ওজন এবং গঠন একটি নবজাতক শিশুর সমান। এই কলা পাকতে সময় লাগে প্রায় পাঁচ বছর এবং তাই এই ধরণের কলা সচরাচর দেখা যায় না।

ভিডিওটি টুইটারে আসার পর থেকে এখন পর্যন্ত অনেক মানুষ এই ভিডিও দেখেছে এবং অনেক লাইক পেয়েছে ভিডিওটি।