চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির হার বেড়ে যাওয়াতে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্বেগ

১২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭৫ জনের

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার বেড়ে গেছে। এ নিয়ে উদ্বেগ জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, উৎপত্তি স্থল দ্রুত চিহ্নিত করে এডিস মশা নিধনে উদ্যোগ নিতে হবে। এবছর একই সাথে একাধিক সেরোটাইপে ডেঙ্গু হওয়ায় রোগ জটিলতা বেশি বলেছে আইইডিসিআর।

এমন পরিস্থিতিতে এডিস মশা নিধনে সিটি করপোরেশনকে কার্যক্রম চালাতে আহ্বান জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতাও জরুরি বলছেন সংশ্লিষ্টরা।

চলতি মৌসুমে সারাদেশে ২২ হাজার ৫শ’ ১৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। ১ জানুয়ারি থেকে ১২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭৫ জনের। আক্রান্তের হার বাড়ায় হাসপাতালে ডেঙ্গু রোগী ব্যবস্থাপনায় দিক নির্দেশনা দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর জানান:গত ২৪ ঘন্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ৬৪৭ জন ডেঙ্গু রোগি ভর্তি হয়েছে। এর মধ্যে রাজধানীতেই ৪শ’১৫ জন। হাসপাতালে রোগি ভর্তি বাড়তে থাকায় হাসপাতাল ব্যবস্থাপনায় চাপ বাড়বে বলে উদ্বেগ স্বাস্থ্য অধিদপ্তরের।

আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বলছেন, এবছর কক্সবাজারে ডেন-ওয়ান, ডেন-থ্রি ও ডেন ফোর সেরোটাইপ ডেঙ্গু হচ্ছে। একাধিক সেরোটাইপে সংক্রমণ ঘটায় ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর হার বেশি।