চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভুমিকম্প মুছে দিয়েছে অসংখ্য শিশুর নাম-পরিচয়

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের ফলে বেঁচে যাওয়া শিশুদের নাম পরিচয় খুঁজে পাওয়া যাচ্ছেনা। তুরস্কের বিভিন্ন হাসপাতালে থাকা শিশুদের বাবা মাকে খুঁজে না পাওয়া যাওয়ায় বেনামী হিসেবে চিকিৎসারত আছে তারা।

তুরস্কের বিভিন্ন হাসপাতালে থাকা আহত শিশুরা নিজেরাও জানে না তারা কী হারিয়েছে। তাদের বর্তমান অবস্থা জানার বা বোঝার জন্য খুব কম বয়সী তারা। প্রাপ্তবয়স্ক যে কেউ উদ্ধার হয়ে তাদের নাম পরিচয় জানাতে পারলেও। বেনামী পরিচয়ে হাসপাতালে পড়ে আছে অসংখ্য শিশু।

তুরস্কের আদানি হাসপাতালের চিকিৎসক নুরসাহ কেসকিন বলেন, “আমি নিবিড় পরিচর্যা ইউনিটের ডাক্তারদের দেখেছি আহত ছয় মাস বয়সী মেয়ে শিশুকে বোতলে খাওয়াচ্ছেন যার বাবা-মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম অজ্ঞাত আরও শতাধিক শিশু হাসপাতালে আছে যাদের বাবা-মা মারা গেছেন বা খুঁজে পাওয়া যাচ্ছে না।”

ভূমিকম্প তাদের ঘরবাড়ি ভেঙ্গে দিয়ে এখন তাদের নাম কেড়ে নিয়েছে। তাদের হাতে এখন একটাই ট্যাগ “বেনামী”।

পরিচয়হীন এক আহত নবজাতকের বর্ণনা দিয়ে চিকিৎসক কেসকিন বলেন, তার একাধিক আঘাত রয়েছে, একটি চোখ কালো হয়ে গেছে এবং মুখ খারাপভাবে থেঁতলে গেছে তবুও সে ঘুরে আমাদের দিকে তাকিয়ে হাসে।

তুরস্কের স্বাস্থ্য কর্মকর্তারা তাদের একটি পরিসংখ্যান থেকে বলেন, দেশটির ক্ষতিগ্রস্ত অঞ্চলে বর্তমানে ২৬০ জনেরও বেশি আহত শিশু রয়েছে, যাদের পরিচয় তারা শনাক্ত করতে পারেনি। তবে এর সংখ্যা আরও বৃদ্ধি পাবে কারণ আরও দুর্গম অঞ্চল থেকে শিশুরা উদ্ধার হচ্ছে।

তবে উদ্ধার স্থানের তথ্য যাচাই বাছাই করে তাদের পরিচয় জানার চেষ্টা করছে তারা।