চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঠাকুরগাঁও-৩ আসনে জাপা’র হাফিজ উদ্দিন জয়ী

জাতীয় সংসদ উপনির্বাচনে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ ও রাণীশংকৈল) আসনে ১২৮ কেন্দ্রের সবক’টি আসনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ৮৪ হাজার ৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহমেদ।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায় (একতারা) পেয়েছেন ৫০ হাজার ৩০৯ ভোট। এছাড়া ১৪ দলের প্রার্থী ওয়ার্কার্স পার্টির সাবেক এমপি ইয়াসিন আলী পেয়েছেন ১১ হাজার ৩৫৬ ভোট। এ আসনে ভোটার ছিলেন ৩ লাখ ২৪ হাজার ৪শ’ ৩৯ জন।

বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয় থেকে চূড়ান্ত ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দীন।

নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করেন। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমে টানা ভোটগ্রহণ হয়। শান্তিপূর্ণভাবে ভোটন্ত্রণ সম্পন্ন হয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে ভোটার উপস্থিতি ছিল কম। শীতের কারণে সকালের দিকে ভোটার উপস্থিতি একেবারেই কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।

বিএনপির এমপি জাহিদুর রহমান পদত্যাগ করায় নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণার পর ১ ফ্রেব্রুয়ারি উপনির্বাচনের দিন ধার্য ছিল।