চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে লঙ্কানদের বড় লাফ

তলানিতে বাংলাদেশ

গত মাসে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে ছয় নম্বরে ছিল শ্রীলঙ্কা। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ সমতায় শেষ করে বড় লাফ দিয়েছে দলটি। ভারত, পাকিস্তানকে পেছনে ফেলে ৩ নম্বরে উঠে গেছে দিমুথ করুণারত্নের দল।

গলে পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টে ২৪৬ রানের বড় জয় তুলেছে দ্বীপ দেশটি। প্রথম ম্যাচে ৩৪২ রানের লক্ষ্য দিয়েও পক্ষে আসেনি ফল। তবে কাজের কাজটা ঠিকই করে ফেলেছে তারা। আইসিসির সদ্য প্রকাশিত হালনাগাদে সেরা পাঁচে ঢুকে গেছে শ্রীলঙ্কা।

টেস্ট চ্যাম্পিয়নশিপে বর্তমান চক্রে সবার উপরে আছে সাউথ আফ্রিকা। জয়ের হিসেবে ৭১.৪৩ গড়ে ৬০ পয়েন্ট সংগ্রহ প্রোটিয়াদের। ৭০ গড়ে জয় তুলে দুইয়ে অস্ট্রেলিয়া। ৬ থেকে ৩ নম্বরে ওঠা শ্রীলঙ্কা ১০ ম্যাচে সংগ্রহ করেছে ৬৪ পয়েন্ট। জয়ের হিসেবে রেশিও ৫৩.৩৩।

ম্যাচ ও পয়েন্ট বিবেচনায় লঙ্কানরা সাদা পোশাকের চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পথে আছে। এপর্যন্ত সবচেয়ে সুবিধাজনক অবস্থায় আছে প্রোটিয়ারা। আগামী মাসে ইংলিশদের বিপক্ষে তিন টেস্টের সিরিজে অস্ট্রেলিয়ার সঙ্গে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ রয়েছে তাদের সামনে।

গলে দ্বিতীয় টেস্টে পরাজয়ে আখেরে বড় ক্ষতি হয়েছে বাবর আজমের দলের। ৫১.৮৫ জয়ের গড় নিয়ে নেমে গেছে পাঁচ নম্বরে। ৫২.০৮ গড়ে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ভারত। গতবারের রানার্সআপ দলটি ৬ জয়ের বিপরীতে হেরেছে ৪ ম্যাচে, ড্র করেছে ২টি ম্যাচ।

গত চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড ২৫.৯৩ গড়ে আছে টেবিলের ৮ নম্বরে। সবার নিচে ১৩.৩৩ গড়ে অবস্থান বাংলাদেশের। চ্যাম্পিয়নশিপের দশটি ম্যাচ খেলে একটি করে জয় ও ড্র-তে ১৬ পয়েন্ট তুলেছেন সাকিব-মুমিনুলরা। বাকি আটটিতেই হেরেছে টাইগার দল।

Labaid
BSH
Bellow Post-Green View