চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ড্র হলে কারা হবে চ্যাম্পিয়ন?

KSRM

দুয়ারে কড়া নাড়ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনাল। ৭-১১ জুন ইংল্যান্ডের ওভালে ফাইনাল মহারণে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।

ফাইনাল সামনে রেখে ইতিমধ্যেই ইংল্যান্ডে অনুশীলন শুরু করে দিয়েছে দুদল। আগে তারা ঘোষণা করেছে স্কোয়াড।

Bkash July

টেস্ট ক্রিকেটে জয়-পরাজয়ের পাশাপাশি ফলাফল ড্র হওয়া একটি সাধারণ ব্যাপার। তাই ফাইনাল ম্যাচ ড্র হলে কোন দল চ্যাম্পিয়ন হবে- সেই প্রশ্নও থাকে।

আইসিসির নিয়ম অনুযায়ী ফাইনাল ম্যাচ পাঁচদিনের হলেও পাশাপাশি একদিন রিজার্ভ ডে রাখা রয়েছে। বৃষ্টি কিংবা অন্যকোনো কারণে ওভার কম খেলা হলে টেস্ট ষষ্ঠ দিনে গড়াবে। ম্যাচের ফল বের করে আনার জন্য এমন নিয়ম করা হয়েছে।

Reneta June

তারপরও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যদি ড্র হয়, তাহলে ভারত এবং অস্ট্রেলিয়াকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বৃষ্টির কারণে রিজার্ভ ডে ব্যবহার করা হয়েছিল। সেবার ভারতকে হারিয়ে শিরোপা জেতে নিউজিল্যান্ড।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View