
বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন শেষে র্যাঙ্কিংয়ে এসেছে পরিবর্তন। টেনিস কিংবদন্তি মার্গারেট কোর্টকে ছুঁয়ে ক্যারিয়ারের ২৪তম গ্র্যান্ড স্লাম জেতা নোভাক জোকোভিচ এক ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন। মেয়েদের এককের ফাইনালে হারলেও র্যাঙ্কিংয়ের এক নম্বরে এসেছেন বেলারুশের আরিনা সাবালেঙ্কা।
সেমিফাইনালে ছিটকে যাওয়া স্পেনের আলকারাজ ছেলেদের র্যাঙ্কিংয়ের দুইয়ে নেমে গেছেন। ফাইনালিস্ট দানিল মেদভেদেভ আগের তৃতীয় স্থানেই আছেন।
গত শনিবার মেয়েদের এককের ফাইনালে কোকো গাফের কাছে ২-১ সেটে হেরে রানার্সআপ হলেও র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটি দখল করেন সাবালেঙ্কা। ২০২২ সালের ১ এপ্রিল থেকে শীর্ষে থাকা পোল্যান্ডের ইগা সুয়েটেককে তিনি পেছনে ফেললেন। এবারের ইউএস ওপেনের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নেন সুয়েটেক।
ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জেতা যুক্তরাষ্ট্রের কোকো গাফের র্যাঙ্কিংয়েও হয়েছে উন্নতি। তিন ধাপ এগিয়ে ১৯ বর্ষী তারকা এখন তৃতীয় স্থানে আছেন। মেয়েদের দ্বৈত ইভেন্টে কোকো গাফ আছেন সবার উপরে।