পাঁচ বছর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে দূরে থাকার পর আবার ফিরে এসেছেন সিরিয়ালটির নেহাল চরিত্রে অভিনয় করা তৌসিফ মাহবুব। চলমান সিজন ৫-এর আগামী এপিসোড থেকে তাকে দেখা যাবে, মঙ্গলবার বিকেলে করা এক সংবাদ সম্মেলনে এমনটাই জানানো হয়েছেন।
তৌসিফকে সিজন ১ ও ২-এ দেখা গিয়েছিল। কিন্তু পরের দুটি সিজনে তিনি ছিলেন না। এরমধ্যে কেটে গেছে প্রায় পাঁচ বছর। তবে দর্শক প্রায়ই মন্তব্যে নেহালকে স্মরণ করতেন। কাবিলা, হাবু, শুভ, পাশাদের বিভিন্ন কিসিমের চরিত্রের মধ্যে একমাত্র নেহালই ছিলেন ‘পিওর জেন্টেলম্যান’!
ফিরে আসার অনুভূতি জানিয়ে তৌসিফ বলেন, প্রতিবছর ঈদে সবাই আপন ঠিকানা অর্থাৎ ঘরে ফেরেন, আমিও তেমনই দিনশেষে আমার ঘরে ফিরেছি। দর্শকরা নেহালকে প্রতিনিয়ত স্মরণ করতো, দেশ বিদেশে যেখানেই যেতাম সেখানেই সবাই নেহালের কথা জিজ্ঞেস করতেন। আসলে দর্শকরাই নেহালকে এতোদিন বাঁচিয়ে রেখেছেন। দর্শকদের ভালোবাসাই নেহাল আবার ফিরে এসেছে। এ কারণে আমি কৃতজ্ঞতা জানাই।
সিজন ৫ শুরু হলে অনেকে তৌসিফের সামনেই ‘ব্যাচেলর পয়েন্ট’ এর বদনাম করতেন। তবে তৌসিফের এসব শুনতে কষ্ট লাগতো জানিয়ে এই অভিনেতা বলেন, অনেকে জানতো না আমি আবার এই সিজনে ব্যাক করছি। আমি না থাকায় অনেকে এই ব্যাচেলর পয়েন্ট নিয়ে আমার সামনেই কটু কথা বলতো। এসব শুনতে আমার খুব কষ্ট লাগতো। বিভিন্ন নাটকের সেটে বসে আমার অনেক কলিগ বা অনেকেই আমাকে এসে বলতো, ভাই এখন আর ব্যাচেলর পয়েন্ট ভালো হচ্ছে না, আর চলবে না। এখান থেকে ভালো করে বোঝা যায়, মানুষ আসলে বহুরূপী।
এই সিরিয়াল যখন শুরুতে নির্মাণের প্ল্যান হয়, তখন অমি ভাই আমাকে প্রথম কাস্ট করেছিল। সেই স্মৃতি আজও মনে পড়ে। অমি ভাই সবসময় ম্যাস অডিয়ান্সের জন্য কাজ করেন। সবাইকে খুশী করা কারো পক্ষে সম্ভব না। কিন্তু বিগত আট বছর ধরে এই সিরিয়ালের হিউজ ফ্যান বেজ তৈরি হয়েছে।
বর্তমানে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাতে বুম ফিল্মের ইউটিউব এবং পরে চ্যানেল আইতে প্রচার হচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫। এছাড়া প্রতিমাসের দ্বিতীয় বৃহস্পতিবার বঙ্গের ওটিটি প্ল্যার্টফমে একসঙ্গে আটপর্ব করে দেখা যাচ্ছে।








