চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মুশফিকের পর পাঁচ হাজারি ক্লাবে তামিম

চট্টগ্রামের পর ঢাকা টেস্টে অপেক্ষা কেবল বেড়েছে তামিম ইকবালের। অবশেষে অ্যান্টিগায় সেই অপেক্ষার অবসান ঘটিয়েছেন। মুশফিকুর রহিমের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে পাঁচ হাজারি রানের মাইলফলক স্পর্শ করেন ৩৩ বর্ষী তামিম ইকবাল। পাঁচ হাজারি ক্লাবে নাম লেখাতে ৬৮ ম্যাচ ও ১২৯ ইনিংস মাঠে নামতে হয়েছে তাকে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২০ রান। ১৯ রানে ক্রিজে আছেন তামিম। ১ রান নিয়ে অন্য প্রান্তে তাকে সঙ্গ দিচ্ছে লিটন দাস।

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট ১৩৩ করে রান করে রিটায়ার্ড হার্ট হয়ে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে পাঁচ হাজার রান থেকে ১৯ রান দূরে ছিলেন তামিম। ঐ ম্যাচেই মুশফিকুর রহিম তাকে ছাড়িয়ে প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। এরপর টানা তিন ইনিংস কোন রানের দেখা পাননি তামিম। ভক্তদের অপেক্ষা কেবল বেড়েছেই। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ।

শুরুতেই দুই ব্যাটার মাহমুদুল হাসান জয় ও নাজমুল হাসান শান্তকে শূন্য রানে ফেরান উইন্ডিজ পেসার কেমার রোচ। অন্য প্রান্তে একাই লড়েছেন তামিম। মেজাজ ঠিক রেখে ব্যাট চালিয়ে রেকর্ডে নাম লিখিয়েছেন। এরপর মুমিনুল হক ব্যাটিংয়ে নামলেও তিনিও বাকিদের মতো রানের খাতা না খোলেই ফিরেছেন দূত। রেকর্ড ছুঁয়েছেন লিটন দাশকে সঙ্গে নিয়ে।

এর আগে টসে জিতে সাকিব আল হাসানের দলকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে দূত দুই উইকেট তুলেনেন উইন্ডিজ পেসার কেমার রোচ। রানের খাতা খোলার আগেই মুমিনুল হককে ফেরান জেইডেন সেলেস।