কেউ পুলিশের কাছে পবিত্র কোরআন পোড়ানোর অনুমতি চাইলে পুলিশ যাতে অস্বীকার জানাতে পারে, তা নিশ্চিতে পাবলিক অর্ডার অ্যাক্ট পরিবর্তন করার কথা বিবেচনা করছে সুইডেন সরকার।
খালিজ টাইমস জানিয়েছে, দেশটির বিচার মন্ত্রী গুনার স্ট্রোমার জানিয়েছেন, তিনি পবিত্র কোরআন পোড়ানোর মতো কাজগুলোতে বাঁধা দিতে পুলিশকে আরও বৃহত্তর ক্ষমতা দেওয়ার বিষয়টি বিবেচনা করতে একটি কমিশন নিয়োগ করবেন।
গুনার স্ট্রোমার বলেন, কোরআন পোড়ানোর ঘটনায় সম্প্রতি দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক বিভিন্ন পর্যায় থেকে অসন্তোষ ও হুমকি আসছে, যা সুইডেনের জাতীয় নিরাপত্তা পরিস্থিতির জন্য ঝুঁকির সৃষ্টি করছে। এই আইন পুলিশকে বিক্ষোভের জন্য একটি ভিন্ন স্থান নির্বাচন করার বা অনুমতি না দেওয়ার ক্ষমতা দিতে পারবে।
চলতি বছরের ২৮ জুন স্টকহোমের একটি মসজিদের বাইরে পবিত্র কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেন সালওয়ান মোমিকা নামের এক ইরাকি অভিবাসী। এ ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠে গোটা মুসলিম বিশ্ব।

এরপর জঙ্গি গোষ্ঠী আল কায়েদা সুইডেনের বিরুদ্ধে সহিংস প্রতিশোধ নেওয়ার আহ্বান জানায়। এই ঘটনায় মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) উদ্যোগে জাতিসংঘেও সুইডেনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহীত হয়।
বিজ্ঞাপন