চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ক্রেতাদের সুবিধার্থে টুকরা করে তরমুজ বিক্রি করবে ‘স্বপ্ন’

KSRM

সামনে রমজান মাস। আর এখন তরমুজের মৌসুম। তাই দেশের অন্যতম সুপারমার্কেট রিটেইল ব্র্যান্ড চেইনশপ ‘স্বপ্ন’ ক্রেতাদের সুবিধার্থে কেটে টুকরা করে কোয়ার্টার, হাফ ও ফুল এমন সাইজে তরমুজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

স্বপ্নর সকল আউটলেটে গ্রাহকরা এই সেবা পাবেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

Bkash July

এবিষয়ে স্বপ্ন’র হেড অব মার্কেটিং মাহাদী ফয়সাল বলেন, সকলের সুবিধার্থে আমরা ব্যাচেলর, কাপল বা ছোট পরিবার এবং বড় পরিবারের কথা চিন্তা করে তিন সাইজে কেটে টুকরা করে তরমুজ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আমরা ডিজিটাল মেশিনে গ্রাম হিসাবে পণ্য বিক্রি করে থাকি তাই যার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী গ্রাম হিসাবে তরমুজ কিনতে পারবেন ক্রেতারা। এর ফলে, ৫০ থেকে ৬০ টাকাতেও চাইলে কেউ কোয়ার্টার সাইজের তরমুজ স্বপ্ন থেকে কিনতে পারবেন।

এরআগে ক্রেতাদের সুবিধার্থে ২৫০ গ্রাম বা তারও কম ওজনের গরুর মাংস গ্রাম হিসাবে বিক্রি শুরু করেছে ‘স্বপ্ন’ কর্তৃপক্ষ।

 

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View