নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি শপথ নেওয়ার পর পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। ২০২৬ সালের ৫ই মার্চ দেশটিতে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে গত কয়েক দিনের সহিংসতার জন্য দুঃখপ্রকাশ করেছে দেশটির জেন-জি আন্দোলনকারীরা।







