চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চ্যানেল বন্ধে ভারত সরকারের সিদ্ধান্তে আদালতের নিষেধাজ্ঞা

ভারতের জাতীয় নিরাপত্তার কারণে মালায়ালাম নিউজ চ্যানেল ‘মিডিয়াওয়ান’ এর সম্প্রচার বন্ধ করে দিয়েছিল দেশটির সরকার। তবে সরকারের সেই সিদ্ধান্তে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সুপ্রিম কোর্ট।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে।

সুপ্রিম কোর্ট বলেছে, সরকারের নীতি ও কাজের সমালোচনাকে দেশবিরোধী বা সন্ত্রাসমূলক হিসেবে আখ্যায়িত করা যায় না। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য একটি স্বাধীন সংবাদমাধ্যম অপরিহার্য।

এরআগে নিরাপত্তা জনিত কারণে চ্যানেলটির সম্প্রচারের মেয়াদ বাড়াতে অস্বীকার করেছিল রাজ্যটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মিডিয়াওয়ান ২০২০ সালের ফেব্রুয়ারিতে দিল্লি এবং অন্যান্য রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভের বিষয়ে ব্যাপকভাবে সংবাদ প্রচার করা চ্যানেলগুলোর মধ্যে একটি ছিল।

বিচারকরা বলেছেন, মিডিয়াওয়ানের সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্তের পক্ষে তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি। এখানে সন্ত্রাসী যোগসূত্র দেখানোর কিছু নেই। হাওয়ার ভিত্তিতে জাতীয় নিরাপত্তার দাবি করা যাবে না। আমাদের পর্যবেক্ষণে চ্যানেলটি এমন কোনো কাজ করেনি, যা জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে বা জনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ।

সরকারের সমালোচনা কোনো টিভি চ্যানেলের লাইসেন্স বাতিলের কারণ হতে পারে না বলেও আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে।