চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বারবার ঝুঁকির কথা বলা হলেও দোকান মালিকদের জন্য ব্যবস্থা নেয়া যায়নি

সংসদে ত্রাণ প্রতিমন্ত্রী

একাদশ জাতীয় সংসদের ২২তম বিশেষ অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনে বঙ্গবাজারে আগুন নিয়ে ৩শ’ বিধিতে বিবৃতি দেন ত্রাণ প্রতিমন্ত্রী। সেখানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ চলছে বলেও জানান তিনি। অধিবেশনে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘বারবার ঝুঁকির কথা বলা হলেও দোকানমালিকদের কারণে ব্যবস্থা নেয়া যায়নি।’ বৃহস্পতিবার ৬ এপ্রিল সংসদ অধিবেশন শুরু হয়ে চলবে ৯ এপ্রিল পর্যন্ত। 

জাতীয় সংসদের ৫০ বছর পূর্তিতে বিশেষ এই অধিবেশন। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে ৩০০ বিধিতে বিবৃতি দেন ত্রাণ প্রতিমন্ত্রী। বলেন, ‘বঙ্গবাজারের ঝুঁকি বিবেচনায় বহুতল ভবন করার পরিকল্পনা পাস করা হলেও দোকান মালিকদের অসহযোগিতার কারণে তা করা সম্ভব হয়নি।’

Bkash

ফায়ার সার্ভিসসহ অন্য বাহিনীর সমন্বয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে তিনি দাবি করেন। এদিকে বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে ব্যবস্থাপনায় গাফিলতি ছিল বলে জানান অন্য সংসদ সদস্যরা।

সংসদে ঔষধ ও কসমেটিস আইনের বিল, শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, শেখ রাসেল পল্লী উন্নয়ন বিল, বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বিল, চিড়িয়াখানা বিল এবং সরকারি প্রাথমিক শিক্ষক কল্যাণ বিল উত্থাপন করা হয়।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View