চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শ্রীলঙ্কায় সাত দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন: স্পিকার

শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুর থেকে যে পদত্যাগপত্র পাঠিয়েছেন, তা গ্রহণ করেছেন স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে।

শুক্রবার ১৫ জুলাই দেশটির স্পিকার জানিয়েছেন, সংবিধানের অনুযায়ী সাত দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। সংসদে এখন সর্বদলীয় বৈঠক চলছে।

শ্রীলঙ্কায় বৃহস্পতিবার বিক্ষোভকারীরা সরকারী ভবন খালি করেছে। কারণ  রাষ্ট্রপতি রাজাপাকসে শেষ পর্যন্ত পদত্যাগ ইমেল করেছেন যা বিক্ষোভকারীরা কয়েক মাস ধরে চেয়েছিল। প্রেসিডেন্ট গোতাবায়া তার স্ত্রীকে নিয়ে দেশ ছেড়ে প্রথমে মালদ্বীপে এবং পরে সিঙ্গাপুরে পালিয়ে যাওয়ার একদিন পর পদত্যাগ পত্র পাঠালেন।

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গোতাবায়া রাজাপাকসে রাজনৈতিক আশ্রয়ের কোন আবেদন করেননি, তাকে রাজনৈতিক আশ্রয়ও দেয়া হয়নি। সিঙ্গাপুর রাজনৈতিক আশ্রয়ের আবেদন সাধারণত অনুমোদন করে না।

প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে, যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন। উত্তেজিত জনতা প্রধানমন্ত্রীর দপ্তরও দখল করে নেয়। পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি করেন বিক্রমাসিংহে। নবনির্বাচিত রাষ্ট্রপতি সম্ভবত একজন নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করবেন, যাকে তখন সংসদ দ্বারা অনুমোদিত হতে হবে।

শ্রীলঙ্কা ১৯৭৮ সালে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা গ্রহণের পর থেকে তিনিই পদত্যাগকারী প্রথম রাষ্ট্রপতি।