চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চলচ্চিত্রের গুণী চার ব্যক্তিত্বকে নিয়ে ‘তৃতীয় মাত্রা’র বিশেষ পর্ব

স্বাধীনতা দিবসে চ্যানেল আইয়ের অনুষ্ঠান

অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকছেন শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর

স্বাধীনতার মাসে প্রতিদিনই বিশেষ অনুষ্ঠান প্রচার করছে চ্যানেল আই। নাটক, সিনেমা ও গানের অনুষ্ঠানের পাশাপাশি প্রচার করা হচ্ছে বিভিন্ন শো। এবার আসন্ন স্বাধীনতা দিবসে দেখা যাবে ‘তৃতীয় মাত্রা’র বিশেষ পর্ব।

যেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বাংলা চলচ্চিত্রের গুণী চার ব্যক্তিত্ব। তারা কথা বলবেন ‘চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ’ বিষয়ে।

অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকছেন শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর।

বিশেষ পর্বে অতিথি হয়ে থাকছেন ‘ঘুড্ডি’ খ্যাত সালাহউদ্দিন জাকী থেকে শুরু করে কালজয়ী ‘ওরা ১১ জন’ এর প্রযোজক ও কিংবদন্তী অভিনেতা সোহেল রানা, কাজী হায়াৎ ও গাজী রাকায়েত।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে,‘চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ’ বিষয় নিয়ে বিশেষ ‘তৃতীয় মাত্রা’ অনুষ্ঠানটি দেখা যাবে ২৬ মার্চ রাত ১ টায় এবং এদিন সকাল ৯টা ৪৫ মিনিটে।