চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সোহেল রানা

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন অভিনেতা ও প্রযোজক সোহেল রানা। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ। ভুগছেন চোখের জটিলতায়।

রবিবার রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার বিষয়টি জানিয়েছেন সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ।

তিনি জানান, রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবেন সোহেল রানা। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করা হবে তার। সোহেল রানা এবার মূলত চোখ দেখাতে যাবেন। অন্যান্য অসুস্থতার পাশাপাশি তিনি চোখের জটিল সমস্যায়ও ভুগছেন।

এর আগে মঙ্গলবার ২৫ অক্টোবর ঢাকার একটি হাসপাতালে চোখের সার্জারি হয় সোহেল রানার। সার্জারিতে উল্টো জটিলতা দেখা দেওয়ায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হচ্ছে এই অভিনেতাকে।

মাসুদ পারভেজের ছেলে নির্মাতা-অভিনেতা মাশরুর পারভেজ বলেন, ঢাকায় বাবার অপারেশনটা হয়েছে, সেটা সাকসেসফুল ছিলো না। বরং আরো জটিলতা দেখা দিয়েছে। এজন্য আমরা দ্রুত মাউন্ট এলিজাবেথে যোগাযোগ করি। সবার কাছে দোয়া চাই।

মাশরুর জানান, এটাকে বলা হয় ক্যাটারাক্ট সার্জারি। এর আগেও তার ডান চোখে একই সার্জারি হয় মাউন্ট এলিজাবেথে। তারই রুটিন সার্জারি হিসেবে এবার সেটি ঢাকায় করানো হয়। যদিও তাতে হিতে বিপরীত হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সোহেল রানা। সেখান থেকে সুস্থ হয়ে ৮ মাস ভালোই ছিলেন তিনি। এবার চোখ নিয়ে পড়েছেন নতুন সমস্যায়।