এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ছায়ানট, উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে নাশকতা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের প্রতিবাদে কানাডার টরন্টোতে গানে গানে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দেশটির স্থানীয় সময় শনিবার (২৭ ডিসেম্বর) টরন্টোস্থ বাংলাদেশ সেন্টারে বিকেল ৩টায় ছায়ানট এলামনাই অ্যাসোসিয়েশন টরন্টো এবং উদীচী কানাডা এই সংহতি সমাবেশের আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আহমেদ হোসেন, তপন সাইয়েদ, ড. মাহমাদুল আনাম। বক্তারা গণমাধ্যম ও সাংস্কৃতিক বলয়ে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই ধরনের অনাকাঙ্ক্ষিত নাশকতা দেশের সংস্কৃতি ধ্বংসের হুমকিস্বরূপ।
অনুষ্ঠানে উভয় দলের উল্লেখ্যযোগ্য সংখ্যক শিল্পীবৃন্দ বিন্দু আনাম, রুমি, তপন, সুমনের নেতৃত্বে ১১টি জাগরনি সঙ্গীত পরিবেশন করেন। কি বোর্ডে জাহিদ হোসেন, তবলায় অমিত সাহা, ঢোলে শ্যামল, গিটারে আসিফ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুমন সাইয়িদ।








