চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শেখ হাসিনার ফসলি উঠোন দেখে উচ্ছ্বসিত মানুষ

চ্যানেল আইয়ের জনপ্রিয় প্রামাণ্য অনুষ্ঠান হৃদয়ে মাটি ও মানুষে ‘শেখ হাসিনার ফসলি উঠোন: গণভবনে বাংলার মুখ’ শীর্ষক প্রামাণ্য প্রতিবেদনটি জনমনে সাড়া জাগিয়েছে। কৃষির গুরুত্ব এবং কৃষির প্রতি শেখ হাসিনার ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছে মানুষ।

শাইখ সিরাজ পরিবেশিত হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে গনভবনে শেখ হাসিনার ফসলি উঠোন দেখানোর কথা চ্যানেল আইসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে আগেই জেনেছিল পটুয়াখালীর প্রত্যন্ত অঞ্চলের কৃষক শ্রমজীবীসহ সর্বসস্তরের মানুষ। যে কারণে অনুষ্ঠান শুরুর আগে থেকেই বাড়ি ঘরের বাহিরে বিভিন্ন গ্রামীন হাটবাজারে, চায়ের দোকানে টিভির সামনে ভিড় করেন বিভিন্ন বয়সী নারী পুরুষ। প্রধানমন্ত্রীর কৃষি উঠোন দেখে মুগ্ধ হয়েছেন সকলেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে তারা বলেন, তার এমন ক্ষেত খামার দেশের সকল মানুষকে কৃষিতে অনুপ্রেরণা ও উৎসাহ দেবে। কৃষি ও গণমাধ্যম ব্যাক্তিত্ব শাইখ সিরাজ বিষয়টি তুলে ধরায় কৃতজ্ঞতা জানিয়ে দেশের কৃষিকে আরো এগিয়ে নিতে এ ধরনের অনুষ্ঠান অব্যহত রাখার দাবি জানান তারা।