চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কোহলি-রোহিতকে টি-টুয়েন্টিতে ‘সীমিত’ করে আনতে বলছেন শাস্ত্রী

ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীর মতে, টি-টুয়েন্টির জন্য বিরাট কোহলি ও অধিনায়ক রোহিত শর্মার উপর থেকে নির্ভরতা কমানো উচিত। তাদের টেস্ট ও ওয়ানডের জন্য প্রস্তুত রাখতে হবে। সেই জায়গায় ভবিষ্যতে যারা খেলবে, যারা তরুণ, ভালো পারফরম্যান্স করছে, তাদের খেলানো দরকার।

টি-টুয়েন্টিতে জশভী জয়সওয়াল, জিতেশ শর্মা, তিলক ভার্মার মতো খেলোয়াড়দের দেখা উচিত মনে করেন শাস্ত্রী। বলেছেন, ‘রোহিত-কোহলিরা প্রমাণিত, জানেন তারা কী করতে পারে। আইপিএলে যারা ভালো করছে, তাদের সুযোগ দেয়ার পক্ষে, তারা নিজেদের দেখুক। সেখানে বিরাট-রোহিতরা ওয়ানডে ও টেস্টের জন্য প্রস্তুত থাকুক।’

রোহিত-কোহলি-রাহুলরা টি-টুয়েন্টি খেলতে চাইলে নির্বাচন ‘বর্তমান ফর্মের’ ভিত্তিতে করা উচিত বলেও মনে করেন শাস্ত্রী। বলেছেন, ‘একবছর দীর্ঘ সময়। এসময় খেলোয়াড়েরা ফর্মে থাকতে পারে, ফর্ম চলেও যেতে পারে। সময়ের সেরা খেলোয়াড়কেই বাছাই করবেন, তারপর অভিজ্ঞতা এবং ফিটনেস বিবেচিত হবে। এই মুহূর্তে কে ভালো করছে, ধারাবাহিকতা আছে, কে রান পেয়েছে এবং কোথায় রান পেয়েছে তা দেখতে হবে।’

প্রতিটি পজিশনের জন্য বিশেষজ্ঞ ব্যাটার থাকা উচিত, মত সাবেক ব্যাটিং-অলরাউন্ডারের- ‘দলের সঠিক কাজটি করার জন্য সঠিক লোকটি দরকার। ফ্র্যাঞ্চাইজির জন্য যে তিনে বা চারে ব্যাট করে, মূল দলে নেয়ার পর হঠাৎ তাকে ছয় বা ওপেনিংয়ে নামানো যাবে না। তার মতে দলে ডানহাতি-বামহাতি ব্যাটারদের সংমিশ্রণ থাকা উচিত।’

টি-টুয়েন্টিতে পূর্ণকালীন অধিনায়কের জন্য ৬০ বর্ষী শাস্ত্রী বেছে নিতে চান হার্দিক পান্ডিয়াকে, ‘ওহ! সেটা হার্দিক পান্ডিয়ার সাথে সঠিক হতে পারে। যেভাবে সে গুজরাট টাইটান্সকে এগিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। দলে প্রতিটি খেলোয়াড়ের একটা ভূমিকা থাকে এবং এভাবে টিম ইন্ডিয়াকে সে এগিয়ে নিয়ে যাবে।’