চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

টি-টুয়েন্টি অধিনায়ক: শর্ট লিস্টে আছেন মাহমুদউল্লাহও

মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে গত টি-টুয়েন্টি বিশ্বকাপে ভালো করতে পারেনি বাংলাদেশ। ব্যর্থতার কারণে তাকে নেতৃত্ব থেকে বিশ্রাম, পাশাপাশি দল থেকেও বাদ দেয়া হয়েছিল। অধিনায়ক নুরুল হাসান সোহান চোট পেয়ে ছিটকে যাওয়ায় মিডলঅর্ডার ব্যাটার হিসেবে জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচে আবারও ফেরেন দলে। সেই মাহমুদউল্লাহ ভবিষ্যৎ অধিনায়কের তালিকায়ও আছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন শর্ট লিস্টে সাকিব-লিটন ছাড়াও মাহমুদউল্লাহর নামও আছে। আসন্ন এশিয়া কাপ ও টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য দুই-তিন দিনের মধ্যে দল ঘোষণা করবে বিসিবি।

নুরুল হাসান সোহানসহ বিসিবির শর্ট লিস্টে অধিনায়কের জন্য প্রাথমিক ভাবনায় ছিলেন চার ক্রিকেটার। অধিনায়কত্বের ভার নিতে রাজি নন তাদের একজন। একটি সূত্রে জানা গেছে তিনি লিটন দাস।

মাহমুদউল্লাহ বোর্ডের ভাবনায় থাকলেও সাকিবের নামটিই আসছে সবার আগে। বোর্ড থেকে কথা বলার পর রাজি হলেই তিনি পেয়ে যাবেন টেস্টের পর টি-টুয়েন্টির নেতৃত্ব। তারপরই বিকল্প হিসেবে আছে সোহানের নাম। সাকিবের ডেপুটি হতে পারেন তিনি।