কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে এবারই প্রথম এই ঘটনা ঘটলো! একযোগে তিনটি ওটিটি প্ল্যাটফর্মে চলতে যাচ্ছে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’।
৭ আগস্ট চরকি এবং হইচই-তে একসঙ্গে মুক্তি পেয়েছে ছবিটি। আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে আরেক ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে।
দর্শকদের এই তথ্য জানিয়ে শাকিব খান তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, প্রথমবারের মতো একটি বাংলা সিনেমা ইতিহাস গড়ছে, একসাথে তিনটি বড় ওটিটি প্ল্যাটফর্মে গর্বের সঙ্গে স্ট্রিমিং হচ্ছে। এটি এক স্মরণীয় সিনেম্যাটিক মুহূর্ত! এই শো দেখতে ভুলে যেও না।







