চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘সাকিব যদি চায় সিইওর দায়িত্ব পালন করুক’

বিপিএলের সিইও হলে সব অসঙ্গতি দূর করতে সর্বোচ্চ দুই মাস লাগবে, এমন মন্তব্য করেছিলেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারের কথার পরিপ্রেক্ষিতে বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল জানিয়েছেন এমনটা চাইলে স্বাগত জানানো হবে সাকিবকে।

শুক্রবার মিরপুরে বিপিএলের নবম আসরের উদ্বোধনী ম্যাচের পর সংবাদ সম্মেলনে বিসিবির এই পরিচালক বলেন, ‘ও (সাকিব) যদি চায় সামনের বছর থেকে এসে সিইওর দায়িত্ব পালন করুক।’

Bkash July

‘এখানে আমরা তাকে ধন্যবাদ জানাই, সে সিইও হিসেবে আসতে চায়। পরের বছর সে সিইও হয়ে আসুক, আমাদের সঙ্গে কাজ করুক, সাহায্য করুক। আমরা এখনই তাকে ওয়েলকাম করছি। পারলে সে এখনই আসুক। সে তো এখনও খেলছে। এখন তো তাকে খেলোয়াড়ের দৃষ্টিতে দেখবেন। এখন তো সে খেলা ছেড়ে আসতে পারবে না। পরের বছর চলে আসুক খেলা ছেড়ে।’

গত বুধবার বিপিএলের অব্যবস্থাপনা নিয়ে সরব হন সাকিব। সংবাদমাধ্যমে কথা বলেন নানা অসঙ্গতি নিয়ে।

Labaid
BSH
Bellow Post-Green View