চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘জিতলে ভালো হতো’

বিমানের অ্যাম্বাসেডর অনুষ্ঠানে সাকিব

দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়েও জয়ের স্বাদ পাওয়া হয়নি মুশফিকুর রহিমের। ৬০ বলে ১০০ রানে অপরাজিত থেকে টাইগারদের অন্যতম সেরা ব্যাটার মাঠ ছেড়েছেন আক্ষেপ নিয়ে। বেরসিক বৃষ্টিতে পণ্ড হয়েছে আয়ারল্যান্ড-বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে।

সিরিজ জয়ের লক্ষ্যে নামা বাংলাদেশ স্কোরবোর্ডে ৩৪৯ রান তোলার পর শুরু হয় বৃষ্টি। চলে প্রায় ঘণ্টা দুয়েকেরও বেশি। পরে মাঠে না নেমেই দু’দল মেনে নেয় ম্যাচ রেফারির সিদ্ধান্ত। ১-০তে এগিয়ে থেকে এখন শেষ ওয়ানডেতে সিরিজ জিততে নামবে বাংলাদেশ।

Bkash July

বৃষ্টিতে পণ্ড ম্যাচ নিয়ে সাকিব আল হাসান বলছেন, জয়ে মাঠ ছাড়তে পারলে ভালো হতো। সঙ্গে দীর্ঘদিন পর এমন ইনিংস খেলা মুশফিকও পেতেন বাড়তি আত্মবিশ্বাস। তবে বৃষ্টিতে যে কারও হাত নেই, সেটা ভালো করেই জানেন টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক।

মঙ্গলবার ঢাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দ্যূত হিসেবে চুক্তিবদ্ধ হলেন সাকিব। অনুষ্ঠানে এসে বললেন, ‘জিতে গেলে ভালো হতো অবশ্যই, বিশেষ করে যারা ভালো খেলছে। মুশফিক ভাইয়ের জন্য আরও ভালো হতো আমার মনে হয়। কিন্তু বৃষ্টি তো আমাদের হাতে নেই, এটা হতেই পারে।’

Labaid
BSH
Bellow Post-Green View