ক্রিকেট মাঠে ব্যাটে-বলে নানা রেকর্ডে নাম লিখিয়ে চলা সাকিব আল হাসানের গর্বের জায়গায় যোগ হলো নতুন অনুষঙ্গ। কলেজ জীবন শেষ করার ১৪ বছর পর পেলেন গ্রাজুয়েট ডিগ্রি।
হাতে সমাবর্তন টুপি, গায়ে জড়ালেন গাউন। মিলনতায়নের সবাই গর্বের মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়লেন আর সাকিব হলেন আবেগী। আনন্দে আত্মহারা নিজে তো হলেনই অন্যদেরও করলেন।
রোববার বাংলাদেশ দলের বিশ্রামের দিন ঢাকায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)এর ২১ তম সমাবর্তনে উপস্থিত হন সাকিব। আরেক ক্রিকেটার এনামুল হক বিজয়ও হয়েছেন গর্বের অংশ।
সেই ২০০৯-১০ সেশনে এই বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (বিবিএ) ভর্তি হয়েছিলেন সাকিব। বিকেএসপি থেকে কলেজ জীবন শেষ করে ১৯ বছর বয়স থেকে জাতীয় দলে খেলছেন তিনি।

আনুষ্ঠানিক ডিগ্রি পেয়ে সাকিব ফিরে যান অতীতে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যায় ব্যক্ত করেন টাইগার অলরাউন্ডার।
‘খুব বেশি কিছু বলার নেই। সবাইকে দেখে খুব ভালো লাগছে। আশা করি সবার জীবন সামনে এগিয়ে যাবে। শুধু একটা কথাই বলব, যখন আপনারা স্বপ্ন দেখবেন, স্বপ্নটা বড় দেখবেন। লক্ষ্য নির্ধারণ করে সততার সাথে কাজ করবেন। আমি নিশ্চিত আপনাদের সবার স্বপ্ন পূরণ হবে। আমরা সবাই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব’
‘অনেক বছর হয়েছে আমার ক্রিকেট খেলার, তখনও আম্মা যখন ফোন করত, জিজ্ঞেস করত যে পড়াশোনার কী অবস্থা। আজকে আমি খুবই খুশি, খুবই আনন্দিত যে এবং খুবই গর্বিত যে, অবশেষে আমার স্বপ্ন একটা পূরণ হলো। খেলার মাঠে হয়তো বেশি কিছু অর্জন আছে আমার, তবে এটা সবসময় আমার স্বপ্ন ছিল।’