গ্রীষ্মকালীন অবকাশ ও আসন্ন ঈদুল আযহার ছুটিতে বাড়িতে যাবার পূর্বে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রীহলের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রীদের ঈদ উপহার সামগ্রী তুলে দিয়েছেন হলের প্রাধ্যক্ষ জোবেদা কনক খান।
আজ শনিবার (১৮ মে) অধ্যক্ষের কক্ষে সহকারী প্রাধ্যক্ষদের উপস্থিতিতে জামা-কাপড়, সেমাই, খেজুর, চিনি, বিস্কুট, চানাচুর, নুডুলস, গরম মসলা, কিসমিস ও ফালুদা ইত্যাদি উপহার সামগ্রী তুলে দেওয়া হয় ছাত্রীদের হাতে। এসময় মা দিবসকে কেন্দ্র করো ছাত্রীদের মায়েদের জন্য দেওয়া হয়েছে শাড়ি-কাপড়। এছাড়া আজ তাদের দুপুরের এবং রাতের খাবার হলের উদ্যোগে পরিবেশন করা হচ্ছে।
উপহার পাওয়া একজন শিক্ষার্থী বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ায় আমার চলাফেরাতে একটু কষ্ট হয়। আমিসহ হলে বিশেষ চাহিদা সম্পন্ন যারা ছিলেন তাদের সবাইকেই হল কর্তৃপক্ষ বিভিন্ন সময় বিভিন্ন সহায়তা করে আসছে। প্রতিবছর ঈদে আমাদের এবং আমাদের মায়েদের জন্য উপহার সামগ্রী দেওয়া হয়। উপহার পেয়ে ভালো লেগেছে। সামনের ঈদের আনন্দের স্বাদ বেড়ে গেছে এখন।
বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রীহলের প্রাধ্যক্ষ জোবেদা কনক খান জানান, আমাদের হলে বিশেষ চাহিদা সম্পন্ন ৪ জন ছাত্রী ছিলেন। পড়াশোনা শেষ হওয়ায় ২ জন চলে গেছেন। এখন ২ জন আছেন। তারা আমাদের সন্তানের মতো। আমার সন্তানকে আমি যেভাবে আদর করি, আমি চাই আমার হলে থাকা সব মেয়ে আমার সন্তানের মতই আদরে থাকুক। তাদের সুখ-দুঃখে তাদের পাশে থাকার মাঝেই আনন্দ পাই।
তিনি আরও বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রীদের মায়েদের জন্য মা দিবসকে কেন্দ্র করে এবং ঈদ উপলক্ষ্যে তাদের হাতে উপহার তুলে দিয়েছি। ছাত্রীদের ঈদের আনন্দ তাদের সঙ্গে ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমার এই ছাত্রীরা জীবনে অনেকদূর এগিয়ে যাবে এই প্রত্যাশা ও দোয়া থাকবে সব সময়।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হলের সহকারী প্রাধ্যক্ষ পিএসএস বিভাগের অধ্যাপক ড. ফাহমিদা আক্তার, জিইই বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ শিমুল ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সানজিদা সুলতানা জেরিন।
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://www.channelionline.com/wp-content/uploads/2024/05/SUST-disabled-famale-student-gift-24-05-18_12-31-27-399-750x536.jpg)







