চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

দিল্লির রাস্তায় সেকালের শাহরুখের দেখা!

KSRM

সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে ভরদুপুরে দিল্লির রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন শাহরুখ খান! কিন্তু কেন?

প্রথমে ভিডিওটি দেখে অনেকেই ভেবেছিলেন হয়ত শুটিং চলছে অভিনেতার। কিন্তু ভিডিওতে দেখা শাহরুখের বয়সটা খানিকটা চমকে দেয় সবাইকে। একধাক্কায় কীভাবে এতটা কমে গেল শাহরুখের বয়স? তাহলে কি ভিডিওটি পুরোনো? এসব ভাবনার মাঝে জানা গেল আসল ঘটনা।

Bkash July

ভিডিও দেখা ব্যক্তি নাকি শাহরুখ নয়, বরং শাহরুখ খানের ‘লুক আ লাইক’। হ্যাঁ, অবিকল শাহরুখের মতোই দেখতে সেই ব্যক্তির নেটপাড়ায় নাম ‘ছোটা শাহরুখ’। আর আসল নাম সূরজ কুমার। তারই ভিডিও দেখে চমকে গিয়েছিলেন নেটাগরিকরা।

কেউ লিখেছেন, ‘৯০-এর দশকের শাহরুখ খান’, আরও এক ব্যক্তি লিখেছেন, ‘৯০-এর দশকে শাহরুখকে অবিকল এমনই দেখতে লাগত।’ কেউ লিখেছেন, ‘SRK-র প্রথম দিকের ভিডিও।’ কারো মন্তব্য, ‘srk-র ডুপ্লিকেট’।

Reneta June

এদিকে এই নকল শাহরুখের ইনস্টা বায়ো বলছে, ‘তার নাম সূরজ কুমার, তিনি কলকাতায় জন্মেছেন, তবে থাকেন ঝাড়খণ্ডে। সুরজ নিজেকে একজন শিল্পীও বলেও উল্লেখ করেছেন। লিখেছেন, বিভিন্ন অনুষ্ঠান, ইভেন্টে পারফর্ম করে থাকেন তিনি।

সূরজ কুমার ছাড়াও আরও একজন ‘লুক আ লাইক’ আছে শাহরুখের। তিনি হলেন ইব্রাহিম কাদরি। সোশ্যাল হ্যান্ডেলে যার ফ্যান ফলোয়ারও কোন অংশে কম না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View