চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

যে দুই ভারতীয় ক্রিকেটারকে পছন্দ করেন শাদাব

KSRM

ভিসা জটিলতা শেষে ভারতে পৌঁছেছে পাকিস্তানের বিশ্বকাপ দল। দলে আছেন অলরাউন্ডার শাদাব খান। বিশ্বকাপ শুরুর আগে জানিয়েছেন তার দু’জন পছন্দের ভারতীয় খেলোয়াড়ের নাম।

ভারত ও পাকিস্তানের মাঝে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি ক্রিকেটের মাঠেও চলে মহারণ। প্রতিদ্বন্দ্বিতাকে দূরে ঠেলে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের দুই খেলোয়াড়কে পছন্দের তালিকায় রেখেছেন ডানহাতি লেগ স্পিনার।

২৪ বর্ষী অলরাউন্ডারের পছন্দের তালিকায় আছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও লেগ স্পিনার কূলদ্বীপ যাদব। রোহিতকে বিপজ্জনক উল্লেখ করে শাদাব বলেছেন,  ‘আমি রোহিত শর্মাকে খুব পছন্দ করি। সে সেট হয়ে গেলে খুবই বিপজ্জনক এবং তাকে আউট করা বেশ কঠিন।’

পছন্দের বোলারের তালিকায় শাদাবের প্রথম পছন্দ কূলদ্বীপ যাদব। বলেছেন, ‘যেহেতু আমি একজন লেগ স্পিনার, বোলারদের বেলায় আমার পছন্দ কূলদ্বীপ যাদব। সে বেশ ফর্মে আছে এবং ভারতের ফ্লাট পিচে সে ভালো বল করে।’

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View