বাংলাবিদ’র ময়মনসিংহ অঞ্চলের বাছাই পর্ব অনুষ্ঠিত
‘এই বাংলায় জাগো ভরপুর’ এ শ্লোগানে চ্যানেল আইয়ের মেধাভিত্তিক টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ পঞ্চম বর্ষের ময়মনসিংহ বিভাগের বাছাই পর্ব হয়েছে। অংশ নেয় এক হাজারের বেশি শিক্ষার্থী। প্রাথমিক বাছাই শেষে মূল পর্বে অংশ নিতে ঢাকায় যাবে উত্তীর্ণ প্রতিযোগীরা।