চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘এন্টারপ্রেনারস অ্যান্ড ইন্ট্রাপ্রেনারস অফ বাংলাদেশ’ স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র প্রদর্শন

KSRM

ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক বিজনেস স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত সংগঠন সোশাল ইমপ্যাক্ট ল্যাব সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ‘এন্টারপ্রেনারস এবং ইন্ট্রাপ্রেনারস অফ বাংলাদেশ’ শীর্ষক স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র প্রদর্শন করেছে।

প্রামাণ্যচিত্রটিতে দেখানো হয়েছে যে, যারা কোনো একটি ধারণার উন্নয়ন এবং বাস্তব জগতে এর যথার্থতা যাচাইয়ের জন্য তাদের নিজেদের আশেপাশের ব্যবস্থা পরিবর্তনের সুযোগ অনুসন্ধান করেন, তারা এটি কিভাবে করতে পারেন। প্রামাণ্যচিত্রটি প্রফেসর দিনা হোসাইন এর তত্ত্বাবধায়নে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী নাজিয়া জাফরিন, তানজিল তালাত অনন্ত, বায়েজিদ হোসেন, আফনান চৌধুরী এবং ফারহান নির্মিত একটি বাংলাদেশভিত্তিক ভিডিও কেস স্টাডি যা ব্র্যাক ইউনিভার্সিটির সোশাল এন্টারপ্রেনারশিপ এবং সোশাল ইন্ট্রাপ্রেনারশিপ ক্লাসগুলো থেকে উদ্ভুত প্রজেক্টসমূহকে তুলে ধরেছে। এই কোর্স দুটি গ্লোবাল ওপেন সোসাইটি ইউনিভার্সিটি নেটওয়ার্ক (ওএসইউএন) এর সার্টিফিকেট ইন সোশাল এন্টারপ্রাইজ অ্যান্ড লিডিং চেঞ্জ এর অংশ। ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এই দুটি কোর্স পড়ান ব্র্যাক বিজনেস স্কুলের অ্যাসোসিয়েট প্রফেসর ড. সেবাস্টিয়ান গ্রোহ। এই প্রামাণ্যচিত্রে দেখানো হয়েছে কিভাবে বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবেলায় শিক্ষার্থীদের গৃহীত প্রকল্পসমূহ দেশের প্রাথমিক ও পরবর্তী পর্যায়সমূহকে প্রভাবিত করে।

Bkash July

ব্র্যাক ইউনিভার্সিটি একমাত্র দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয় হিসেবে ওপেন সোসাইটি ইউনিভার্সিটি নেটওয়ার্কে যোগদান করেছে। ওপেন সোসাইটি ইউনিভার্সিটি নেটওয়ার্ক হলো বিশ্ব জুড়ে শিক্ষাকে সমন্বিত করতে ওপেন সোসাইটি ফাউন্ডেশন দ্বারা একত্রিত হওয়া বৈশ্বিক শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের একটি জোট। সোশাল ইমপ্যাক্ট ল্যাব হলো নেতৃত্বগুণ সম্পন্ন শিক্ষার্থী এবং চেঞ্জমেকারদের একত্রিত করে সমাজে ইতিবাচক প্রভাব তৈরি করতে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম। এই প্লাটফর্মটি সৃজনশীল চিন্তাধারীদের তুলে ধরা এবং তাদের ধারণাগুলিকে কর্মে রূপ দিতে কাজ করে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক বিজনেস স্কুলের ডিন প্রফেসর স্যাং লি, জেনারেল এডুকেশনের ডিন প্রফেসর সামিয়া হক, রেজিস্ট্রার ড. ডেভ ড্যাউল্যান্ড, স্টুডেন্ট লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান, সোশাল ইমপ্যাক্ট ল্যারের প্রতিষ্ঠাতা ডিরেক্টর সৃজন বণিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোশাল ইমপ্যাক্ট ল্যাবের সদস্য শ্রেয়া স্যানাল পূজা।

Reneta June

প্রামাণ্যচিত্রের প্রথমভাগে শানিলা মেহজাবিন এবং শেজামি খলিল নির্মিত ‘সেফটি নেট’ নামে একটি সোশাল এন্টারপ্রাইজ প্রজেক্ট দেখানো হয়েছে যা বয়স্ক বাংলাদেশিদের জন্য সহজ রিটায়ারমেন্ট ফান্ড প্রদান করে থাকে। শানিলা এবং শেজামি বলেন, যেহেতু বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে এবং প্রত্যাশিত আয়ুষ্কাল বৃদ্ধি পেয়েছে তাই নির্ভরযোগ্য রিটায়ারমেন্ট প্লানে বিনিয়োগ করার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা থাকা বাংলাদেশিদের এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে।

ভিডিওচিত্রে ‘রুটস’ নামে শিক্ষার্থীদের পরিচালিত একটি কমিউনিটিভিত্তিক স্বতন্ত্র্য ডে কেয়ার হাব দেখানো হয়েছে যেখানে ঢাকা এবং নারায়ণগঞ্জের প্রান্তিক প্রর্যায়ের শিশুদের শিক্ষা প্রদান এবং তাদের পরিচর্যা করা হয়। ‘রুটস’ নামে প্রকল্পটির উদ্যোগটি নিয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটির দুজন সাবেক শিক্ষার্থী সাকিব আহমেদ এবং আবু সিফাত মাহমুদ।

সাকিব বলেন, ‘আমরা ‘রুটস’ থেকে এমন কিছু করতে চেয়েছি যাতে ভবিষ্যতে শিশুরা শিক্ষা ও সমাজে আরও বেশি অবদান রাখতে পারে।’

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View