টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথে বড় ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কা সফরে এসে হোয়াইটওয়াশ হয়েছে। এমন পারফরম্যান্সের পর আকস্মিক অধিনায়কত্ব ছাড়লেন টিম সাউদি। দায়িত্ব পেয়েছেন টম ল্যাথাম।
গত মার্চে দেশের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর কিউইরা এবার হেরেছে শ্রীলঙ্কার কাছে। গলে প্রথম টেস্টে লড়াই করে হারলেও দ্বিতীয় টেস্টে তারা পরাজিত হয়েছে ইনিংস ব্যবধানে। টানা চার টেস্টে হারের পর দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন সাউদি।
২০২২ সালে কেন উইলিয়ামসনের থেকে দায়িত্ব নিয়ে সব মিলিয়ে ১৪ টেস্টে নেতৃত্ব দিয়েছেন সাউদি। তার নেতৃত্বে ৬টি জয়, ৬টি হার এবং ড্র করেছে ২টি।
কিউইদের হয়ে অধিনায়কত্ব করা অবশ্য নতুন কিছু নয় ল্যাথামের। ২০২০-২২ এই সময়ে ৯ টেস্টে নেতৃত্ব দিয়েছেন ল্যাথাম। আগামী ১৬ অক্টোবর ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে শুরু হবে ল্যাথামের এবারের অভিযান।








