টেনিসকে এগিয়ে নিতে নতুন একটি টুর্নামেন্টের আয়োজন করতে চলেছে সৌদি আরব। চলতি বছরেই বসতে চলেছে এই আসরটি। ‘কিংস স্ল্যাম’ নামক টুর্নামেন্টটিতে অংশ নেবেন দুই কিংবদন্তি নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদালসহ টেনিস তারকারা।
ক্যারিয়ারে ৪৬টি বড় শিরোপা একে অপরের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন সার্বিয়া ও স্পেনের এ দুই তারকা। ‘কিংস স্ল্যাম’ নামে আয়োজিত এই টুর্নামেন্টে আরও খেলবেন উইম্বলডন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ ও অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ী ইয়ানিক সিনার।
এ ছাড়া বিশ্বের তিন নম্বর খেলোয়াড় দানিল মেদভেদেভ ও সপ্তম স্থানে থাকা হোলগার রুনে আগামী অক্টোবরে রিয়াদে হতে চলা এই ইভেন্টে অংশ নেবেন। সৌদি আরবের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর যে লক্ষ্য নিয়েছে দেশটির সরকার তারই একটি অংশ হিসেবে বিবেচিত হচ্ছে তারকাদের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টটি।








