চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান

সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা

স্পর্ধায় তাড়াবো ধেয়ে আসা যত কালো’―এই শ্লোগানে উদ্বোধন করা হলো সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব-২০২২।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে বেলুন উড়িয়ে বিজয় উৎসবের উদ্বোধন করেন ফেরদৌসী মজুমদার। এ সময় একাত্তরের শহীদসহ সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ফেরদৌসী মজুমদার ছাড়াও আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, উদ্বোধনী মঞ্চের আহ্বায়ক ঝুনা চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা মফিদুল হক, রামেন্দু মজুমদারসহ সাংস্কৃতিক নেতারা।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, আমরা আমাদের নিজেদের শিক্ষা ও সংস্কৃতি এগিয়ে নিয়ে যেতে চাই। সংস্কৃতির শিক্ষায় সবাইকে শিক্ষিত করতে না পারলে সামনের প্রজন্ম ভুল পথের দিকে এগিয়ে যাবে।

বক্তারা আরো বলেন, আমরা একটি সাংস্কৃতিক জাগরণ ঘটাতে চাই। দেশের মধ্যে যারা অপশক্তি তৈরি করছে, যারা মৌলবাদ সৃষ্টির মধ্য দিয়ে অপসংস্কৃতি প্রচার করে বেড়াচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করতে চাই।

অনুষ্ঠানের উদ্বোধক ফেরদৌসী মজুমদার বলেন, ‘আমাদের অনেক হারানোর বেদনা রয়েছে। অনেক সাম্প্রদায়িক নির্যাতন সহ্য করে আমরা এই দেশটাকে পেয়েছি। এই দেশটার জন্য আমাদেরই কাজ করতে হবে। সম্মিলিত সাংস্কৃতিক জোট তাদের সাংস্কৃতিক শক্তি দ্বারা এ দেশে সাংস্কৃতিক জাগরণের উদ্ভব ঘটাবে।’

তিনি আরো বলেন, আমাদের দেশের সবচেয়ে বড় সংকট হচ্ছে ধর্মের অপব্যবহার। ধর্মকে পুঁজি করে যারা আমাদের দেশে রাজনীতি করতে চায় তাদেরসহ এই রাজনৈতিক সংস্কৃতি প্রত্যাখ্যান করতে হবে। এ দেশের মানুষের শুভবুদ্ধির মধ্য দিয়ে সাংস্কৃতিক জয় নিয়ে আসতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘জনগণের গণতান্ত্রিক আন্দোলনের বিজয় এবং মুক্তিযুদ্ধের বিজয়কে সমন্বিত করে আমরা বিজয় উৎসব আয়োজন করেছি। আমরা দেখছি যে দেশের অপশক্তিগুলো মানুষের মধ্যে বিভেদ তৈরি করে, তারা আমাদের সমাজকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। বাংলাদেশ প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের আদর্শকে সমুন্নত রাখার জন্য দেশব্যাপী একটি সাংস্কৃতিক জাগরণ গড়ে তোলার প্রস্তুতি গ্রহণ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।’

তিনি আরো বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ অসাম্প্রদায়িক চেতনা ও মৈত্রীর বন্ধনে সাংস্কৃতিক জাগরণ সংগঠিত করবার পথে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। আমি আশা করি, সকল সংস্কৃতিকর্মী ঐক্যবদ্ধ হলে আমরা জাতির মঙ্গলে সাংস্কৃতিক জাগরণের সৃষ্টি করতে পারব।’