সম্প্রতি ওপেনএআই থেকে বহিষ্কৃত সিইও স্যাম অল্টম্যান বিনিয়োগকারীদের বলছেন, তিনি একটি নতুন উদ্যোগ চালু করার পরিকল্পনা করছেন।
শনিবার (১৮ নভেম্বর) এই তথ্য জানিয়েছেন স্যাম অল্টম্যান। সাবেক ওপেনএআই সভাপতি গ্রেগ ব্রকম্যান এই উদ্যোগে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে এবং প্রকল্পটি এখনও উন্নয়নের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন স্যাম অল্টম্যান।
তবে বার্তা সংস্থা রয়টার্স এই বিষয়ে স্যাম অল্টম্যান এবং গ্রেগ ব্রকম্যান এর সাথে যোগাযোগ করতে চাইলে তারা কোনো প্রতিক্রিয়া দেখাননি। জানা গেছে, স্যাম অল্টম্যান এবং অ্যাপলের সাবেক ডিজাইন প্রধান জনি আইভ একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হার্ডওয়্যার ডিভাইস তৈরির বিষয়ে আলোচনা করছেন।
শুক্রবার (১৮ নভেম্বর) ওপেনএআই এর বোর্ড, সিইও অল্টম্যানকে বরখাস্ত করেছে। অল্টম্যানকে বরখাস্ত করার পরপরই সহ-প্রতিষ্ঠাতা ব্রকম্যানও পদত্যাগ করেন।
বিজ্ঞাপন