এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিসিবিকে একদিনের সময় বেঁধে দিয়েছে আইসিসি। বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে ভারতে না যায়, বদলে অন্যকোন দেশকে সুযোগ দেয়া হবে। ক্রিকেটের অভিভাবক সংস্থার সভায় ভোটাভুটিতে এই রায় দিয়েছে বেশিরভাগ সদস্য বোর্ড। সূত্রের বরাতে জানিয়েছে ক্রিকইনফো।
বুধবার সদস্য দেশগুলোকে নিয়ে বোর্ড সভা করেছে আইসিসি। বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু সরিয়ে নিতে বিসিবির অনুরোধ আইসিসি বোর্ড সদস্যদের ভোটে বাতিল হয়ে যায়। বাংলাদেশ না গেলে বিকল্প কোন দেশকে খেলানোর পক্ষে ভোট পড়েছে বেশি। বিসিবির বাইরে কেবল আর একটি ভোট বাংলাদেশের পক্ষে গেছে বলে জানা গেছে।
সুতারং, বাংলাদেশকে ভারতেই বিশ্বকাপ খেলতে হবে, জানিয়েছে আইসিসি। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আর একদিন সময় দেয়া হয়েছে বিসিবিকে।
বুধবার আইসিসির অনলাইন সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়াসহ টেস্ট খেলুড়ে সব দেশের প্রতিনিধি, সহযোগী দেশগুলোর দুই প্রতিনিধি। ছিলেন আইসিসির প্রধান নির্বাহী সাঞ্জোগ গুপ্তা, ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা ও মহাব্যবস্থাপক (ইভেন্টস) গৌরব সাক্সেনা। ছিলেন আইসিসির দুর্নীতি দমন বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভও। গত শনিবার ঢাকায় এসে আইসিসির প্রতিনিধি হিসেবে বিসিবির সঙ্গে সভা করে গেছেন তিনি।
বিশ্বকাপে গ্রুপ সি-তে বাংলাদেশ। টাইগারদের গ্রুপপর্বের তিন ম্যাচ কলকাতায়, এক ম্যাচ মুম্বাইতে গড়ানোর কথা। বাংলাদেশ যদি খেলতে না যায়, বিকল্প হিসেবে স্কটল্যান্ডের জায়গা নেয়ার সম্ভাবনা রয়েছে। স্কটিশরা ইউরোপীয় বাছাইপর্বে নেদারল্যান্ডস, ইতালি এবং জার্সি থেকে পিছিয়ে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছিল। তবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সম্ভাবনা রয়েছে তাদের।








