এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ইউক্রেনে আক্রমণের পরপরই ফিফা ও উয়েফার সকল ধরনের আন্তর্জাতিক ফুটবলে অংশগ্রহণে বাধার মুখে পড়ে রাশিয়া। তিন স্বাগতিক নিয়ে আয়োজিত হতে চলা ২০২৬ বিশ্বকাপেও দেশটির অংশগ্রহণ একরকম অসম্ভবই। রাশিয়া কোন ম্যাচ খেলেনি ২০২২ থেকে। নিষেধাজ্ঞায় অংশ নিতে পারছে না বিশ্বকাপ বাছাইয়েও।
সম্প্রতি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার এবারের আসরে অংশগ্রহণ বিষয়ে আলোচনা করেছেন।
ইউরোপের সংবাদমাধ্যমের দাবি, ‘ট্রাম্প বলেছেন একমাত্র ইউক্রেন যুদ্ধ থামালেই বাড়তি সুবিধায় ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাবে রাশিয়া।’
ইনফান্তিনো বলেছেন , ‘এটা সঠিক, তারা যে দীর্ঘ সময় ধরে নিষিদ্ধ। সংকট দূর করে ফুটবলে ফিরুক। আশা করছি তাতেই শান্তি ফিরবে।’
ট্রাম্প বলেছেন, ‘ইনফান্তিনো বস, তার হাতেই সিদ্ধান্ত। আমার এ ব্যাপারে কোন হস্তক্ষেপ নেই। আমরা রাশিয়াকে থামাতে আহ্বান জানাচ্ছি।’
২০২৪ সাল থেকে শুরু হয়েছে ফিফা ২০২৬ বিশ্বকাপের বাছাই। আসরের স্বাগতিক তিন দেশসহ অংশ নেবে প্রথমবারের মতো ৪৮ দেশ। রাশিয়া ২০২১ সালের নভেম্বরে ২০২২ বিশ্বকাপের বাছাইয়ে শেষ ম্যাচ খেলেছিল ক্রোয়েশিয়ার বিপক্ষে।








